বর্ণমালাঃ-০১
অন্তরের অন্তরালে অনুভব অনন্ত।
অসম্ভবনার অকথ্য আলাপনা আজো।
বর্ণমালাঃ-০২
আমিত্ব আমার আধারে আটকা।
আলোর আঁচে আন্দোলিত আত্তা।
বর্ণমালাঃ-০৩
ইদানিং ইন্দ্রজালে ইচ্ছের ইস্যু।
ইওত্তাহীন ইতিকথার ইঙ্গিত ইতিবাচক।
বর্ণমালাঃ-০৪
ঈষৎ ঈর্ষায় ঈর্ষান্বিত ঈশ্বরত্ব।
ঈশ্বরীয় ঈদে ঈস্পিত ঈশ্বরবাদ।
বর্ণমালাঃ-০৫
উর্বর উপমার উন্মেষে উন্নাদ।
উৎফুল্লতার উষ্ণ উঁকির উৎপত্তি।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন