সিপুর সাক্ষাত

সিপুর সাথে আমার পরিচয়টা মাস তিনেক আগে। কোন এক নির্জন একাকী সময়ের সুযোগে তার প্রথম আবির্ভাব। কল্পচিত্র সংমিশ্রিত গল্প লেখার প্রবণতায় সে হতে চায় প্রধান চরিত্র।
প্রথম সাক্ষাতে সিপুর বলা কথাগুলোঃ

তার উৎপত্তি- অ্যামোনিয়া, হাইড্রোজেন ও অন্যান্য গ্যাসের সংমিশ্রনে প্রথম জীবের সৃষ্টি। আর আবহাওয়ার প্রভাবে আমি সেই জীবের বিবর্তনের একটি রূপ মাত্র। আমার এই বিবর্তনের ধারা এখনো চলমান। তাইতো আমার সহশ্রেণীর
আফ্রিকান, ইন্ডিয়ান, চাইনিজ, ইউরোপিয়ানদের গঠন, রং ভিন্ন ভিন্ন।
তার অস্তিত্ব-- প্রকৃতির চলমান প্রক্রিয়ায় প্রতিনিয়ত সংঘটিত সংগ্রামে মস্তিস্কের ক্রিয়ায় ঠিকে থাকাই আমার অস্তিত্ব।
--- সৃষ্টির পর প্রথম পৃথিবীতে যখন সূর্যালোর স্পর্শ পাই তখন অনেকটাই সংবেদনহীন। ধীরে ধীরে চারপাশে প্রতিক্রিয়াতে আমার সংবেদনশীল
অঙ্গ গুলো ক্রিয়াশীল হতে শুরু করে। সামাজিকীকরণের প্রক্রিয়ায় পড়ি আমি। তৈরি হয় আমার রুচিবোধগুলো, চিন্তাচেতনার সীমানাগুলো। আর এভাবে আমি অন্তর্ভূক্ত হয়ে পড়ি আমার বেড়ে ওঠা সমাজ, সংস্কৃতির।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন