হে ছায়া মানবী,
শরতের নির্জন মেঠো পথ। দু’ধারে তার
সাদা কাশফুলে ভরে থাকা কাশবন।
আমি এক একলা পথিক, সঙ্গ পেয়েছি
তোমার কল্পো অনুভূতিতে।
হেমন্তের আকাশের নীলিমায় দৃষ্টি
সীমার প্রান্তে খুঁজেছি, তোমার হৃদয়
উদারতার প্রশস্ততা।
তোমার শীতল অনুভূতিগুলো দেখেছি,
শীতের সবুজ ঘাসে শিশির বিন্দু রূপে
জমে থাকতে। সূর্য তাপে মতো
জীবনের কঠিনতর মহূর্তে যেগুলো
বিলীন হয়ে যায় অতি সহজে।
বসন্তে কৃষ্ণচুড়ার ডালে কোকিলের
ডাকে খুঁজেছি তোমায় ক্ষণে ক্ষণে।
বর্ষার ঝিমঝিম বৃষ্টিতে মৃদু
দিবালোকে দমকা শীতল হওয়ায় গল্প
সঙ্গীর শূন্যতায় তুমি ছিলে পাশে।
সন্ধ্য তাঁরার চাঁদিনী রাতে তোমার
সঙ্গ পেতে বসে থাকা একলা ছাদে।
হে ছায়া মানবী, আমি এক নিশ্চক
স্বপ্নকর্মী। তোমার শূন্যতায় স্বপ্ন হত্যার
দায়ভার তোমাকেই দিয়ে দিচ্ছি।
কালের দ্বিমূখী স্রোতে আমি
নিস্তব্ধ। কখনো দিক ভ্রান্ত। বাস্তবতার
নির্দয় আঘাতে ঘটেছে আবেগাক্রান্ত
ইচ্ছেগুলোর বিপর্যয় প্রতিনিয়ত। অশুভ সময়
স্রোতের বিপরীতে স্থির থাকার
দৃঢ়তা খুঁজি। ইট, বালু, কংক্রিটের
দেয়ালে আবদ্ধ থেকে কি-বোর্ড,
কলমের সাথে ক্ষণে ক্ষণে বন্ধুত্ব
পাতি।
অবেলার স্বপ্নকর্মী
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন