ঘাঘট নদীর তীরে কিছুক্ষণ

প্রয়াস সেনা বিনোদন পার্ক, রংপুর। ঘাঘট নদীর তীরে সেনাবাহিনীর তত্ত্বাবধায়নে কৃত্রিমভাবে গড়ে ওঠা একটি পার্ক। ২০১৪ এর সেপ্টেম্বরে প্রাথমিকভাবে চালু করা হয় এটি। রংপুর বাস টার্মিনাল থেকে তিন কিলো পশ্চিমে রংপুর-পার্বর্তীপুর সড়ক ঘেঁষে নিসতেবগঞ্জ নামক জায়গায় অবস্থিত। তিস্তা নদীর তীরে অবস্থিত রংপুর জেলাটি কিন্তু রংপুর শহর ঘাঘট নদীর তীর ঘেঁষে। ঘাঘট তিস্তার একটি শাখা নদী। মৃত্য প্রায় এই নদীটি কোথাও কোথাও সামান্য স্রোতহীন জল নিয়ে কোন মতে বেঁচে আছে। বর্তমান অবস্থায় প্রথম দেখায় নদী হিসেবে স্বীকৃতি দিতে চাইবে না অনেকেই। তিস্তার সুষ্ঠু পানি বণ্টনের বিলম্বতাই উত্তরাঞ্চলের এমন অনেক নদীর মৃত্যুর অন্যতম কারণ। মাঝে মাঝে অতি বৃষ্টির বর্ষা মৌসুমে অতীত যৌবন ফিরিয়ে আসে নদীটির। পার্কটির সৌন্দর্যময় নীরব পরিবেশ প্রায় মনকে ডেকে নিয়ে যায় আলিঙ্গনে নেশায়। নির্জনতা প্রিয় সময় কাটাতে বেশ ভালোই লাগে। মাঝে মাঝে নিমের ডালে এক ঝাঁক কাকের এলোমেলো ডাকে নিঃশব্দতার প্রাচীরে ফাটল ধরে। আনাচে-কানাচে ছাতার আড়ালে তরুণ কপোত-কপোতিদের চলে প্রেম চর্চা। পার্কটির বেশ কয়েক জায়গায় একটি লেখা চোখে পড়ে, ” পার্কে প্রবেশের মাধ্যমে আপনি প্রতিবন্ধি শিশুদের সহায়তা করেছেন”।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন